কলম্বিয়ার রাজধানী বোগোটার একটি শপিং সেন্টারে বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। কর্তৃপক্ষ এটিকে সন্ত্রাসী হামলা বলে দাবি করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট্রো আন্দিনো শপিং সেন্টারে নারীদের বাথরুমে একটি ছোট বোমা আগে থেকেই রাখা ছিল। স্থানীয় সময় শনিবার বিকালে বোমাটি বিস্ফোরিত হয়। রবিবার বাবা দিবসের উপহার কেনার জন্য তখন শপিং সেন্টারে প্রচুর লোক সমাগম হয়েছিল।
বোগোটার মেয়র এনরিকে পেনালোসা জানিয়েছেন, তিন নিহতের মধ্যে একজন ফরাসি নাগরিক। ২৩ বছর বয়সী ওই নারী স্বেচ্ছাসেবী হিসেবে বোগোটার একটি স্কুলে কাজ করছিলেন। নিহতদের মধ্যে তাকেই প্রথম শনাক্ত করা হয়।
অপর দুই নিহতের বয়স ২৭ ও ৩১ বছর। তবে তাদের জাতীয়তার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
পেনালোসা বলেন, সেন্ট্রো আন্দিনো মলে এ নিন্দনীয় সন্ত্রাসী হামলা খুবই কষ্টকর। তবে এ হামলার সঙ্গে জড়িতদের সম্পর্কে কিছু জানা যায়নি। কেউ এ হামলার দায় স্বীকারও করেনি।