আফগানিস্তানের রাজধানী কাবুলে অন্তত তিনটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পরে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে।
আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মাজরুহ জানিয়েছেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে।
পুলিশের মুখপাত্র হাশমত স্ট্যানেকজাই জানান, কাবুলের পশ্চিমাংশে দাশত-ই-বার্চি জেলার একটি পুলিশ স্টেশনে প্রথম বিস্ফোরণটি হয়। এর কয়েক মিনিট পর শার-ই-নাউ জেলায় পরপর দুটি বিস্ফোরণ হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, দাশত-ই-বার্চি ও শার-ই-নাউতে অজ্ঞাত সংখ্যক বন্দুকধারীর বিরুদ্ধে পুলিশ লড়াই চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘উভয় এলাকায় বেশ কিছু বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করছে। দুটি এলাকাতেই বন্দুকধারীরা ভবনের কাছাকাছি অবস্থান নিয়েছে।
তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।