শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
কিউবার ১৫ কূটনীতিককে বহিষ্কার করেছে ওয়াশিংটন
প্রকাশ: ১২:৫৪ pm ০৪-১০-২০১৭ হালনাগাদ: ১২:৫৫ pm ০৪-১০-২০১৭
 
 
 


হাভানায় মার্কিন দূতাবাসে স্বাস্থ্য নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় কিউবার দূতাবাস থেকে ১৫ জন কূটনীতিককে বহিষ্কর করেছে ওয়াশিংটন। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ মার্কিন প্রশাসনের এ পদক্ষেপকে 'অগ্রহণযোগ্য' বলে আখ্যায়িত করেছেন। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কিউবার রাজধানী থেকে অর্ধেকের বেশি কূটনীতিককে প্রত্যাহার করে নেয়। হাভানায় কর্মরত প্রায় ২৪ জন কূটনীতিক অসুস্থ হয়ে পড়েন। তাদের এই অসুস্থতার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। মঙ্গলবার (৩ অক্টোবর ) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, "ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তা দেওয়ার নিয়ম থাকলেও যথাযথ উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে কিউবা। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ আদেশ উভয় দেশের আমাদের কূটনৈতিক কার্যক্রম সমতা আনবে।" কিউবার কূটনীতিকদের যুক্তরাষ্ট্র ছাড়তে সাতদিন সময় বেধে দেয়া হয়েছে।

সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT