মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
কিউবায় ক্রিসমাস অনুষ্ঠানে আতশবাজি বিস্ফোরণ, শিশুসহ আহত
প্রকাশ: ১১:০০ am ২৬-১২-২০১৭ হালনাগাদ: ১২:২১ pm ২৬-১২-২০১৭
 
 
 


কিউবায় ক্রিসমাস উদযাপনের একটি অনুষ্ঠানে আতশবাজি বিস্ফোরণে ৬ শিশুসহ কমপক্ষে ৩৯ জন আহত হয়েছে।  আহত শিশুদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। প্রতি বছর ২৪ ডিসেম্বর রেমেডিওস শহরে পারান্ডাস নামে শতবর্ষী পুরনো উৎসব চলে। হাজার হাজার কিউবার নাগরিক এবং পর্যটকরা উৎসবে অংশ নেন। সেখানেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, রেমেডিওসে এক দুর্ভাগ্যজনক আতশবাজির বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিউবার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের সকলেই স্থানীয় বাসিন্দা।  আহত ২০ জনের অবস্থা গুরুতর।  তবে কোনো পর্যটকের আহত হওয়ার খবর এখনো জানা যায়নি। কী কারণে সেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটা এখনো জানা যায়নি। তবে বিস্ফোরণের কারণ জানতে তদন্তকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রেমেডিওস শহরটি দেশটির উত্তরাঞ্চলীয় ভিল্লা ক্লারা প্রদেশে অবস্থিত। সেখানে ক্রিসমাসের আগের দিন থেকেই প্রতিবছর কিউবায় হাজার হাজার মানুষ উৎসব করতে থাকে। এসব উৎসবের মূল আকর্ষণ হচ্ছে আতশবাজি। 

সূত্র: রয়টার্স

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT