কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহতরা হলেন ওই গ্রামের বিল্লাল হোসেন (৩৩) এবং এনামুল (৩৫)।
আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের পূর্ব দ্বন্দের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে দুইপক্ষের দুইজন নিহত হয়েছে। আহত ১০ জনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে জানান তিনি।