কেনিয়ার জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, দেশটিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর থেকেই দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। রাজধানী শহর নাইরোবিতে রাস্তা বন্ধ করে রাখা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুঁড়েছে। নিহতদের পরিবার থেকে বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করা হয়েছে। সূত্র: আল-জাজিরা