ঢাকার কেরানীগঞ্জের পশ্চিম মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আবদুল্লাহকে অপহরণ করে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন।
এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন খোরশেদ আলম। তাঁকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ ছাড়া আসামি মেহেদী হাসান ওরফে শামীমকে ১০ বছর এবং মিতু আকতারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকার জরিমানা করা হয়েছে। এ দুজন সম্পর্কে ভাইবোন। তা দিতে ব্যর্থ হলে অনাদায়ে দুজনকে আরও এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে। অপর আসামি এই দুজনের মা নাছিমা বেগমকে খালাস দিয়েছেন আদালত।