যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা পাওলায় একটি হালকা প্লেন দুর্ঘটনায় কবলিত হয়েছে। এসময় প্লেনটি দুমড়ে-মুচড়ে যায় এবং একটি ভবনের উপর পড়ায় সেটিও ক্ষতিগ্রস্ত হয়।
খবরে বলা হয়, ভ্যানস এয়ারক্র্যাফট আরভি৬এ মডেলের প্লেনটিতে আরোহী ছিলেন মোট দুইজন। দুই আসনের প্লেনটিতে একটি ইঞ্জিন রয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানায়, এ ঘটনায় প্লেনের দুই আরোহীর সবাই নিহত হয়েছেন।