প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল । সোমবার (১৮ সেপ্টেম্বর) কাল থেকে এ হরতাল শুরু হয় । এর আগে গতকাল রোববার খাগড়াছড়ি জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এ হরতালের ডাক দেয় । শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত অবরোধ পালনেরও ঘােষণা দেয়া হয় । সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সড়কসহ শহরের কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালায় হরতাল সমর্থকরা । হরতালে বন্ধ রয়েছে শহরের দোকানপাট। চলাচল করছেনা জেলা শহর থেকে আভ্যন্তরীণ সড়কের যানবাহন। জেলা থেকে ছেড়ে যায়নি দূর পাল্লার রুটের পরিবহনও। এছাড়া হরতাল চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে পুলিশি ব্যবস্থা। এর আগে রোববার প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবন ঘেরাও কর্মসূচির কারণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।