শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
খালেদার সঙ্গে ইইউর রাষ্ট্রদূতের বৈঠক
প্রকাশ: ০৮:০০ pm ২৭-০২-২০১৭ হালনাগাদ: ১১:২৩ am ২৮-০২-২০১৭
 
 
 


কূটনৈতিকদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন।

সোমবার বিকেল সোয়া ৫টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি শুরু হয়ে পৌনে ৭টায় শেষ হয়। বৈঠকের শেষাংশে একান্ত বৈঠকও করেন খালেদা- পিয়েরে মায়াদুন।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলা হতে পারে এমন প্রত্যাশায় টানা দেড় ঘণ্টারও বেশি সময় গণমাধ্যমকর্মীরা অপেক্ষা করলেও কেউ কথা বলেননি।

৬টা ৫০ মিনিটে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গুলশান কার্যালয়ে অপেক্ষমান সাংবাদিকদের উদ্দেশে বলেন, “কেউ কথা বলবেন না, সৌজন্য সাক্ষাৎ!”

গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়েও আলাপ হয়েছে। সর্বোপরি গণতন্ত্র পুনরুদ্ধারে বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করা হয়।

আরেকটি সূত্র মতে, গত সপ্তাহে মার্কিন রাষ্টদূতের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বেশিরভাগ বিষয়বস্তু নিয়ে আজকের বৈঠকেও আলোচনা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের কূটনৈতিকদের সঙ্গেও খালেদা জিয়া ধারাবাহিকভাবে বৈঠক করবেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ড. মঈন খান এবং উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT