শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
খালেদা জিয়া ও তুরস্কের প্রধানমন্ত্রী বৈঠক
প্রকাশ: ০৯:২৫ am ২০-১২-২০১৭ হালনাগাদ: ০৯:২৯ am ২০-১২-২০১৭
 
 
 


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিন বৈঠক করেছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ‌্যা ৬টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তাদের মধ্যে এ বৈঠক শুরু হয়।

খালেদা জিয়ার নেতৃত্বে বৈঠকে বিএনপি পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট, রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে সোমবার রাতে দু’দিনের সরকারি সফরে ঢাকা আসেন তুরস্কের প্রধানমন্ত্রী। বাংলাদেশ সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে‌ছেন। এছাড়া তিনি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT