ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে চলমান সংঘাত নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গালি বা গুলি নয়, বুকে টেনে নিয়েই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে।
ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লায় দেশটির ৭১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা বলেন মোদি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু বিচ্ছিন্নতাবাদী উপত্যকায় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে গালি বা গুলি নয়, বুকে টেনে নিয়েই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে।’
সারা বিশ্বে সন্ত্রাসবাদের প্রসার সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত আজ একা নয়। গোটা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছে। কিছুদিন আগে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ প্রমাণ করেছে ভারত কতটা শক্তিশালী।”
ভারতে অর্থনৈতিক সংস্কারে সরকার উদ্যোগী বলে জানান মোদি। তিনি বলেন, ‘ভারতে এখন সততার উৎসব চলছে। মুখ লুকাচ্ছে দুর্নীতিগ্রস্তরা। ভারতে নোট বাতিল নিয়ে যে যাই বলুক, দেশবাসী নোট বাতিলের সিদ্ধান্ত সমর্থন করেছে।’
মোদি আরো জানান, ভারতকে স্বচ্ছতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গোটা ভারত থেকে ইতিমধ্যে ৮০০ কোটি রুপির বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ভবিষ্যতে তাঁর সরকার আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
স্বাধীনতা দিবসের ভাষণে মোদি বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও আসাম রাজ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই তিন রাজ্যকে ভারতের উন্নয়নে বিশেষ ভূমিকা নিতে হবে।’
২০২২ সালের মধ্যে নতুন ভারত গড়ার জন্য দেশবাসীকে শপথ নিতে হবে বলে জানান মোদি।
মঙ্গলবার সকালে ভারতের ৭১তম স্বাধীনতা দিবসে শুরুতেই মোদি নয়াদিল্লির রাজঘাটে মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর তিনি লালকেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন।
লালকেল্লার অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রমুখ।