দিয়াজ ইরফান (২৭) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক।
দিয়াজ চট্টগ্রাম ছাত্রলীগে সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী পক্ষের নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার পাইন্দংয়ে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ মোকাদ্দেস বলেন, “ঘরের দরজা ভেঙে সিলিংয়ে ঝুলানো অবস্থায় মরদেহ পাওয়া যায়।”
“এটি আত্মহত্যা, না অন্য কোনো ঘটনা, তা ময়নাতদন্ত শেষে বলা যাবে,” বলেন তিনি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি এবং দিয়াজের প্রতিবেশী মো. মামুন বলেন, দোতলার বাসায় নিজের কক্ষে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখা গেছে।
“সে আত্মহত্যা করার মতো ছেলে নয়,” বলেন এই রাজনৈতিক সহকর্মী।
মামুন বলেন, কিছুদিন আগে ছাত্রলীগের অন্তর্কোন্দলে দিয়াজসহ কয়েকজনের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ নিয়ে তাদের পরিবারগুলোতে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল।
“এর জেরে অন্য কোনো ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা দরকার,” বলেন মামুন।