রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ২ জনের ফাঁসির আদেশ
প্রকাশ: ০২:৩৯ pm ২০-০৩-২০১৮ হালনাগাদ: ০২:৪৩ pm ২০-০৩-২০১৮
 
 
 


মানিকগঞ্জে চাঞ্চল্যকর ইদ্রিস আলী হত্যা মামলায় তার স্ত্রীসহ ২ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এ আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন ইদ্রিস আলীর স্ত্রী সেলিনা আক্তার ও নজরুল ইসলাম। রায় ঘোষণার সময় তারা আদালতে অনুপস্থিত ছিলেন। মামলার অপর আসামি দুলাল মিয়াকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০১১ সালের ২৮ নভেম্বর মানিকগঞ্জে জেলার হরিরামপুর উপজেলার কামারঘোনা গ্রামের রিক্সা চালক ইদ্রিস আলীকে (৩৫) নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়।

মানিকগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক মাহবুবুল আলম বাদী হয়ে ওই সময় নিহতের স্ত্রী’সহ ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালত বিচারকার্য শেষে নিহতের স্ত্রী সেলিনা আক্তার ও তার সহযোগী নজরুল ইসলামকে ফাঁসির আদেশ প্রদান করেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ছিলেন জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবদুস সালাম ও আসামিপক্ষের আইনজীবী এ কে এম কায়সার।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT