চীনের দক্ষিণাঞ্চলে মুষলধারে বৃষ্টির কারণে ৪২ জন মারা গেছে এবং ২১ জন নিখোঁজ রয়েছে। দেশটির সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় মঙ্গলবার (৪ জুলাই) এ খবর নিশ্চিত করেছে। প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ৬০টিরও বেশি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হুনান এবং গুয়াংশি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রন এবং উদ্ধার কার্যক্রম চালানোর জন্য সেনাবাহিনী, পুলিশ, সরকারি কর্মকতা এবং সেচ্ছাসেবী বেসামরিক নাগরিকদেরও নিয়োগ করা হয়েছে। ১৯৯৮ সালের পর থেকে এ ধরনের ভয়াবহ বন্যা পরিস্থিতির উদ্ভব আর হয়নি। বন্যার পানিতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা উপড়ে গেছে, রাস্তাঘাট এবং ফসলের ক্ষেত ডুবে গেছে। এরই মধ্যে হাজার হাজার মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে। সূত্র: আইএএনএস