মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
চীনে আগুনে পুড়ে ১০ জনের মৃত্যু
প্রকাশ: ১০:৫৯ pm ০১-১২-২০১৭ হালনাগাদ: ১১:০১ pm ০১-১২-২০১৭
 
 
 


উত্তর চীনে আগুনে পুড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) ভোররাত চারটার দিকে বন্দর শহর তিয়ানজিনের বাণিজ্যিক এলাকা সংলগ্ন একটি আবাসিক ভবনে আগুন লাগলে ১০ জন পুড়ে মারা যান। আগুনের লাগার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে। এ বিষয়ে তিয়ানজিন ফায়ার সার্ভিসের বরাত দিয়ে মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েডেট প্রেস (এপি) জানাচ্ছে, শুক্রবার ভোররাত চারটার দিকে আগুন লাগে এবং তিনঘণ্টার বেশি ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। চীনের বার্তা সংস্থা জিনহুয়া জানাচ্ছে, এঘটনায় ভবনের আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র সব পুড়ে গেছে। ২০১৫ সালের এই তিয়ানজিন শহরে একটি রাসায়নিক গুদামে আগুন লেগে অন্তত ১৭৩ জনের মৃত্যু হয়। শহরটি বোহাই সমুদ্রের পাড়ে অবস্থিত এবং চীনের রাজধানী বেইজিং থেকে মাত্র একঘণ্টার দূরত্বে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT