রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
চীনে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ২৯ শিশু অসুস্থ
প্রকাশ: ১০:২১ am ৩১-১২-২০১৭ হালনাগাদ: ১০:২৩ am ৩১-১২-২০১৭
 
 
 


চীনের ইউনান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিন্ডারগার্টেনের ২৯ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই শিশুরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রোববার স্থানীয় সরকার একথা জানায়। শুক্রবার বিকেলে ফুটাই কিন্ডারগার্টেনে সন্দেহজনক এই বিষক্রিয়ার ঘটনা ঘটে। এটি উনানের রাজধানী কুনমিং নগরীর জিশান জেলার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।  জেলা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শিশুরা বমি করছিল ও তাদের পেটে ব্যথা হচ্ছিল। কিন্ডারগার্টেনের পক্ষ থেকে জিশান জেলা শিক্ষা ব্যুরোকে অবহিত করার পর জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। শিশুদের তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT