ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে সংগঠনটির সাবেক নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠান।
মঙ্গরবার বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ৩টা ৪০ মিনিটে মঞ্চে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠান বিষয়ে ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, “পুনর্মিলনীতে সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় পাঁচ লাখ নেতার আগমন হবে বলে আশা করছি। আগত নেতাদের জন্য চারটি স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম, মলচত্বর, মহসিন হল, ফুলার রোডে গাড়ি পার্কিং করা যাবে। এর বাইরে কেউ কোথাও গাড়ি রাখতে পারবেন না।”
অনুষ্ঠান উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের রাজধানীতে কোনো ধরনের বিশৃঙ্খলা ও যানজট সৃষ্টি না করারও নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে, কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে রাস্তার গাড়ি বন্ধ করে দিয়ে মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীদের।
গতকাল এক সংবাদ সম্মেলনে সাইফুর রহমান সোহাগ বলেছিলেন, “রাস্তা বন্ধ করে কেউ মিছিল নিয়ে আসবেন না। সবাই ফুটপাতের একপাশ দিয়ে আসবেন।”
কেউ রাস্তা বন্ধ করে মিছিল করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।