খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত বিভাগের এক ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ওই বিভাগের অধ্যাপক ড. মো. শরীফ উদ্দিনকে চাকুরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) খুবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সরদার শফিকুল ইসলাম জানান, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৯২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বৃহস্পতিবার রেজিস্ট্রারের কার্যালয় থেকে ওই শিক্ষককে বরখাস্তের চিঠি ইস্যু করা হয় বলে জানান তিনি। রেজিস্ট্রার শফিকুল ইসলাম জানান, ছয়-সাত মাস আগে গণিত বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রী শিক্ষক শরীফ উদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের লিখিত অভিযোগ করেন। তদন্ত কমিটির প্রধান মোসাঃ হোসনে আরা বেগম বলেন, সাত সদেস্যর কমিটি অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়েছে। এরই প্রেক্ষিতে শরীফ উদ্দিনের অপরাধের ধরণ, গুরুত্ব ও মাত্রা বিবেচনায় রেখে 'উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নীতিমালা, ২০০৮' এর ৬.৩(ঝ) নং ধারা অনুযায়ী নৈতিক অসচ্চরিত্রতার দায়ে বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।