জঙ্গিরা নির্মূল হয়নি, দুর্বল হয়েছে। এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১ জুলাই) গুলাশানের হলি আর্টিসান রেস্তোঁরায় এক বছর আগে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন। তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোঁরায় সংঘটিত হয় দেশের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা। ওই ঘটনায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। বাকি বন্দিদের মুক্ত করতে পরদিন সকালে ‘অপারেশন থান্ডার বোল্ট’ নামে অভিযান চালায় সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। এতে নিহত হয় ৫ জঙ্গি।