জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।
জঙ্গিবাদ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “এটি কেবল বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এ সমস্যা দেখা দিচ্ছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এ অস্ত্রের ঝনঝনানি আমরা দেখতে চাই না। কারণ অতীতে এগুলো অনেক ক্ষতি করেছে। বছরের পর বছর সেশনজট তৈরি হয়েছে।”
নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণকে জানাতে হবে উল্লেখ্য করে শেখ হাসিনা বলেন, “ভবিষ্যতে রাজনীতির নেতৃত্বে আসতে হলে দেশের স্বার্থে কাজ করতে হবে।”
তিনি আরো বলেন, “মাদকাসক্তি শারীরিক ও মানসিক ক্ষতি করে, ভবিষ্যত ধ্বংস করে দেয়। এটি মৃত্যুর মুখে ঠেলে দেয়। সুতরাং অকালে যেন কেউ মৃত্যুর মুখে ঝরে না পড়ে সেদিকে তোমরা অবশ্যই নজর দেবে। নেতা হিসেবে এটা তোমাদের দায়িত্ব।”
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে বলেছেন, ছাত্রলীগ থেকেই উঠে আসবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব। তোমরাই আসবে দেশের নেতৃত্বে।
তিনি এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রশংসা করে বলেন, ওবায়দুল কাদের ছাত্রলীগেরই সভাপতি ছিলেন। তিনি এখন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের নেতৃত্বে আছেন। এভাবে তোমরাও দলের এবং দেশের নেতৃত্বে আসবে।