স্বাধীনতা দিবসের আগেই জম্মু-কাশ্মীরের সোপিয়ানে সেনাদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। জঙ্গিদের সঙ্গে গুলির বিনিময়ের সময় ২ ভারতীয় সেনা নিহত হয়েছে। এছাড়া সেনাবাহিনীর ক্যাপ্টেনসহ আরো তিনজন আহত হয়েছে। এক জঙ্গিও নিহত হয়েছে। আহত সেনাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় দুইজনের। শনিবার (১২ আগস্ট) রুটিন তল্লাশি চালানোর সময় গোপন সূত্রের খবরে সেনারা জানতে পারে জাইনোপোরা এলাকার আভনিরা গ্রামে কয়েকজন জঙ্গি আশ্রয় নিয়েছে। খবর পেয়েই সেখানে অভিযান শুরু করে সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। অভিযানের সময় তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনী। দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলে অনেক সময় যাবত। কত জন জঙ্গি লুকিয়ে রয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে পুরো জাইনাপোরা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী।
সূত্র: আনন্দবাজার