জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনা-জঙ্গি সংঘর্ষের মাঝে পড়ে নিহত হয়েছে স্থানীয় এক নারী। শনিবার (১ জুলাই) সকালে সেনাবাহিনী জানতে পারে অনন্তনাগের বাটপোরা গ্রামের একটি বাড়িতে দুই লস্কর জঙ্গি লুকিয়ে রয়েছে। তারপর গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়। তল্লাশি চলাকালীন প্রথমে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এরপরই শুরু হয় তুুমুল লড়াই। সেনা সূত্রের খবর অনুযায়ী, দুই পক্ষের গুলির লড়াইয়ের মাঝে পড়ে তাহিরা নামের এক নারী গুরুতর আহত হন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। কয়েক দিন আগে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার হামলায় বারামুলায় সাব ইনস্পেক্টর ফিরোজ আহমেদ ডরসহ ছয় পুলিশ কর্মী প্রাণ হারায়। সেনাবাহিনীর তথ্যমতে, সে দিনের হামলাকারীদের মধ্যে এই দুই জঙ্গি ছিল। অভিযান চলাকালীন স্থানীয় স্কুল, কলেজ, দোকানপাট বন্ধ রাখা হয়। এমনকী মোবাইল নেটওয়ার্কও সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।