আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ এস কে মো. জহিরুল হকের চুক্তিভিক্তিক নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে । মঙ্গলবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্ট এ রায় দেন। ৮ আগস্ট আইন ও বিচার বিভাগের সচিব মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। একইসঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করারও আবেদন করা হয় বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী আশরাফুজ্জামান। এর আগে সোমবার (৭ আগস্ট) আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ এস কে মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। জহিরুল হক বর্তমানে আইন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই মন্ত্রণালয়ের সচিব হিসেবে সোমবার তার চাকরির মেয়াদের শেষ দিন ছিল। এ পরিপ্রেক্ষিতে তাকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।