রাজধানীর উত্তরায় ৯ নম্বর সেক্টরের একটি মহিলা হোস্টেল থেকে তানহা রহমান (২২) নামে এক মেডিকেলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে তানহাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তানহা নীলফামারীর সৈয়দপুর উপজেলার মো. মজিবর রহমানের মেয়ে। তারা তিন বোন উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি মহিলা হোস্টেল থাকতেন।
উত্তরা পশ্চিম থানা উপ-পরিদর্শক সূত্রে জানা যায়, নিহত তানহা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী ছিল। মহিলা হোস্টেলে তানহা তার কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার কারণ জানা যায়নি।