ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারার পর পুলিশ বাহিনীর সন্ত্রাস-বিরোধী ইউনিটের সঙ্গে গোলাগুলিতে তিন সন্দেহভাজন নিহত হয়েছেন।
বুধবার জাকার্তার দক্ষিণাংশের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র রিকওয়ান্তো।
তিনি বলেন, “অভিযানের সময় আমরা সতর্ক থাকার চেষ্টা করেছি। কিন্তু বাসার ভিতর থেকে তারা বোমা ছুড়ে মারে, তবে সেটি বিস্ফোরিত হয়নি। তারপর তারা গুলি করতে শুরু করে।
“ওই বাসার ভিতরে আরো বড় একটি বোমা পাওয়া গেছে।”
এর আগে জাকার্তা ও অন্যান্য এলাকায় আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে ১৪ জনকে গ্রেপ্তার করে ইন্দোনেশীয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের পর ওই বাড়িতে অভিযানে যায় তারা।
এক সন্দেহভাজনকে জীবিত ধরা হয়েছে বলে জানিয়েছেন রিকওয়ান্তো।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এই সন্দেহভাজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বোঝা গেছে বছরের শেষ দিকে বড় বোমাটি ব্যবহারের পরিকল্পনা ছিল তাদের।