জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। অচিরেই পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ এবং সকল প্রকার পারমানবিক অস্ত্র ধ্বংস করার দাবি জানিয়েছে নিরাপত্তা পরিষদ। ১৫ সদস্য বিশিষ্ট এই সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, পিয়ংইয়ংয়ের ওপর জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত কার্যকর করা উচিত। সংস্থাটি এ সমস্যার শান্তিপূর্ণ, কূটনৈতিক এবং রাজনৈতিক সমাধানে বিশ্বাসী। বিবৃতিতে আরো বলা হয়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুধু ওই অঞ্চলের জন্যই হুমকি নয়, এটি জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। নিরাপত্তা পরিষদ এ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, দেশটির এহেন কার্যকলাপ আঞ্চলিক শান্তি এবং স্থিতাবস্থা নষ্ট করছে। তবে পিয়ংইয়ংয়ের ওপর নতুন ধরনের কোনো নিষেধাজ্ঞার আভাস দেওয়া হয়নি। উল্লেখ্য, পারমানবিক কার্যক্রম এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়া ২০০৬ সাল থেকেই জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে রয়েছে।
সুত্র: আল-জাজিরা