নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ২৫ সদস্যের প্রতিনিধি দল। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত সংলাপে এবার বসছে জাতীয় পার্টির সঙ্গে। সোমবার (০৯ অক্টোবর) বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়েছে। জানা গেছে, এ বৈঠকে জাতীয় পার্টি ৮টি প্রস্তাব বা সুপারিশ তুলে ধরবেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে সভা শুরু হয়। বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সভাপতিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।