শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
জয় উদযাপনে মসুলে ইরাকের প্রধানমন্ত্রী
প্রকাশ: ০৩:৫৭ pm ১০-০৭-২০১৭ হালনাগাদ: ০৪:০০ pm ১০-০৭-২০১৭
 
 
 


ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে চলমান অভিযানে জয় উদযাপন করতে দখলমুক্ত মসুল শহরে উপস্থিত হয়েছেন। সেখানে উপস্থিত হয়ে তিনি সেনাদের অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি বিচ্ছিন্ন এলাকা ছাড়া মসুল শহর এখন মুক্ত। আইএসের কবল থেকে মসুলকে মুক্ত করতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহযোগিতা নিয়ে গত বছর ১৭ অক্টোবর থেকে ইরাকি সেনাবাহিনী অভিযান শুরু করে। আইএস যোদ্ধারা ২০১৪ সালের জুন মাসে ইরাকের সুন্নি মুসলিমদের প্রধান শহর মসুল দখল করে খিলাফত ঘোষণা করে। পরবর্তীতে তা ইরাক ও সিরিয়ায় বিস্তৃত হয়। ইরাকি বাহিনীর সঙ্গে কুর্দি পেশমারগা যোদ্ধা, আরব সুন্নি উপজাতি এবং শিয়া মিলিশিয়ারা মসুল দখলমুক্ত করার অভিযানে অংশগ্রহণ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, রোববার (৯ জুলাই) মসুলে চূড়ান্তভাবে আইএসকে পরাজিত করার পর সেনা সদস্য ও ইরাকি জনগণকে অভিনন্দন জানাতে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছান। প্রধানমন্ত্রী আবাদি বলেন, "জয় আমাদের নিশ্চিত, যে স্থানগুলো বাকি আছে সেগুলো আমাদের বাহিনী ঘিরে রেখেছে। জয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া কেবল সময়ের ব্যাপার মাত্র।" ইতিমধ্যে ইরাকের রাস্তায় রাস্তায় জয় উদযাপন শুরু হয়ে গেছে তবে প্রধানমন্ত্রী আবাদি বলেন এখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলা হয়েছে, মসুলের পুরোনো শহর থেকে বাকি আইএস যোদ্ধাদের হটানোর পরই জয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। তবে রোববারও শহরটিতে বিমান হামলা এবং গুলি বিনিময়ের শব্দ শোনা গেছে। সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT