ঝিনাইদহে একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশ ডাকায় ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পযর্ন্ত এ আদেশ বহাল থাকবে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপ সাধুহাটী ইউনিয়নের বারোমাইল নামক স্থানে পাল্টাপাল্টি দলীয় সমাবেশ আহ্বান করে। এতে করে ওই এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ইউনিয়নটির গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওসি জানান, কয়েক দিন আগে সাধুহাটীতে আওয়ামী লীগের সম্মেলন হয়। সেখানে জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত থেকে ইউনিয়ন কমিটি গঠন করেন। এতে রেজাউল মণ্ডল সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি আরও জানান, ওই কমিটিকে না মেনে খলিল উদ্দিন মালিথার নেতৃত্বে আওয়ামী লীগের আরেক গ্রুপ মঙ্গলবার ৩টার দিকে পাল্টা সম্মেলন আহ্বান করে। এ খবর জানার পর নব গঠিত কমিটিও একই সময়ে একই জায়গায় পাল্টা সভা ডাকে। এ নিয়ে গোটা ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে জানান ওসি। এ অবস্থায় ভোর থেকে সভাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।