শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ৯ কর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
প্রকাশ: ১২:৪৬ pm ০৬-১১-২০১৭ হালনাগাদ: ১২:৪৭ pm ০৬-১১-২০১৭
 
 
 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখার ছাত্রলীগের ৯ কর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে । রোববার (০৫ নভেম্বর) রাতে বিজ্ঞপ্তি দিয়ে তাদের বহিষ্কার করা হয় । দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয় । বহিষ্কৃতরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের শেখ সোহেল মামুন, মাহফুজ আরাফাত, ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের রাব্বি, গণযেগাযোগ ও সাংবাদিকতা বিভাগের লিটন, আরবি বিভাগের শফিক, ফিন্যান্স বিভাগের আশিক, ইতিহাস বিভাগের জামিল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শাহিন ও হিসাব বিজ্ঞান বিভাগের জাকির হোসেন। তারা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী । ৫ নভেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ব্যান্ড সোসাইটির অনুষ্ঠানে এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষারের অনুসারি কর্মীরা নারীদের সঙ্গে অভব্য আচরণ করেন । এরপর তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয় ।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT