ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নির্বাচনে তিন সদস্যের প্যানেল স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ৪ সপ্তাহের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভিগ। বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকালে আপিল বিভাগ এ রায় দেন। এর আগে শনিবার (২৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য তিনজনের একটি প্যানেল মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিনেটের এক বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিন সদস্যের প্যানেল মনোনয়ন পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অধিবেশনে সভাপতিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’র আর্টিক্যাল ১১(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এ প্যানেলের যে কোনো একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ করবেন। এ প্যানেলে মনোনীতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন ও থিওরিটিক্যাল এন্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’র আর্টিক্যাল ২১(২) ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সিনেটের এই বিশেষ অধিবেশন আহ্বান করেন।