শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
ঢাবিতে আন্তর্জাতিক ব্যবসায় ও অর্থনীতি সম্মেলন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে
প্রকাশ: ১২:১৮ pm ০৪-০৭-২০১৭ হালনাগাদ: ১২:২২ pm ০৪-০৭-২০১৭
 
 
 


টানা দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক ব্যবসায় ও অর্থনীতি সম্মেলন। আগামী ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য দু’দিনের এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আসছেন যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের পেসিডেন্ট জন এল. লাহে।

ব্যবসায় শিক্ষা অনুষদের এক বিবৃতিতে জানা গেছে, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে- আন্তর্জাতিক ব্যবসায়ের চ্যালেঞ্জগুলো আন্তঃসম্পর্কিত উপায়ে সমাধান। এছাড়া সম্মেলনের উদ্দেশ্য আগামী বছরগুলোতে বিশ্বব্যাপী ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশল অবলম্বনসহ অবকাঠামোগত উন্নয়নের জন্য একাডেমিক এবং পেশাদারদের একটি সাধারণ ফোরামে একত্রিত করা।

জানা গেছে, গতবারের মতোই এই সম্মেলনেও আমন্ত্রিত অতিথিরা তাদের অভিজ্ঞতা শেয়ারসহ আন্তর্জাতিক ব্যবসায়ের নতুন নতুন দিগন্ত নিয়ে কথা বলবেন, যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা এবং সম্পর্ক স্থাপনে সুযোগ সৃষ্টি করবে। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT