শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
হলি আর্টিজান হামলা :তথ্য গোপনের মামলায় তাহমিদ খালাস
প্রকাশ: ০১:৫৯ pm ১৬-০৪-২০১৭ হালনাগাদ: ০২:০৬ pm ১৬-০৪-২০১৭
 
 
 


রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় পুলিশকে তথ্য না দেওয়ার অভিযোগের মামলায় কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হাসিব খানকে খালাস দিয়েছেন আদালত।

রাজধানীর ভাটারা থানায় নন প্রসিকিউশন মামলাটি করেছিল পুলিশ।

তাহমিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় রোববার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালত খালাসের এ রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন তাহমিদ।

হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর জড়িত সন্দেহে গত বছরের ০৩ আগস্ট রাতে গুলশান থেকে তাহমিদকে আটক করে প্রথমে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। পরে ২৮ সেপ্টেম্বর তাহমিদ গুলশান হামলায় জড়িত নন বলে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর ০২ অক্টোবর তাকে জামিন দেন আদালত।
০৫ অক্টোবর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা থেকে অব্যাহতি দেওয়া হলে তাহমিদের বিরুদ্ধে তথ্য গোপনের মামলা দায়ের করে পুলিশ।

গত বছরের ০১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। জঙ্গিদের গ্রেনেড হামলায় নিহত হন ডিবি পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন।

যৌথ বাহিনী অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে। অভিযানে ৬ জঙ্গির সবাই নিহত হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT