তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলীয় পর্যটন এলাকায় একটি স্কুলবাস দুর্ঘটনার কবলে পড়ে ৩৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (০৬ মে) সকালে আরুশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩২ জন স্কুল শিশু, দুই শিক্ষক ও বাসটির চালক রয়েছেন বলে জানিয়েছে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। আরুশার পুলিশ কমিশনার চার্লস মকুবো বলেছেন, বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢাল বেয়ে নামার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মকুবো আরও জানান, পরীক্ষার সিট পড়ায় লাকি ভিনসেন্ট স্কুলের এ শিক্ষার্থীরা অপর একটি স্কুলে যাচ্ছিল। তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি এই দুর্ঘটনাকে ‘জাতীয় দুর্যোগ’ বলে বর্ণনা করে বিবৃতি দিয়েছেন।