লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিমানবন্দরে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। বন্ধ হয়ে গেছে বিমানবন্দর। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বিমান। সরকারের দাবি, একদল দুর্বৃত্ত কারাগার থেকে বন্দিদের মুক্ত করার চেষ্টা করছিল। কয়েকমাস পরে আবার এমন ভয়াবহ সংঘর্ষ বাধলো লিবিয়ায়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার গভার্নমেন্ট অব ন্যাশনাল একর্ড এই সংঘর্ষের নিন্দা জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সংঘর্ষে অনেক গুলির শব্দ শোনা গেছে। রাজধানীর মিতিগা বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এখান থেকেই সব বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হতো। সোমবার বিকালের দিকে সংঘর্ষ শেষ হওয়ার পর বিমানবন্দর একদমই খালি দেখা যায়। সংঘর্ষ ও গুলিতে অন্তত চারটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষ থামাতে ত্রিপোলির সবচেয়ে শক্তিশালী বাহিনী রাডাকে মোতায়েন করে সরকার। তারা মিতিগা বিমানবন্দর এলাকা নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং পাশেই থাকা বিশাল একটি কারাগার সুরক্ষিত রাখতে সক্ষম হয় তারা। সূত্র: রয়টার্স