রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
দক্ষিণ চীন সাগরে টহল বন্ধ করবে না মার্কিন নৌবাহিনী
প্রকাশ: ০৪:৩৯ pm ২৭-০২-২০১৮ হালনাগাদ: ০৪:৪০ pm ২৭-০২-২০১৮
 
 
 


আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্করসব মহড়া। এবার তারই জে ধরে যুক্তরাষ্ট্রের হুমকি, বেইজিংয়ের উপস্থিতির সত্ত্বেও দক্ষিণ চীন সাগরে টহল বন্ধ করবে না মার্কিন নৌবাহিনী। ম্যানিলা উপসাগরে নোঙ্গরকারী মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস কার্ল ভিনসন থেকে এমনটাই বললেন লে কমোডর টিম হকিন্স। ফিলিপাইন সফরের সময়ে এটি সেখানে নোঙ্গর করেছে। তিনি আরও দাবি করেন, দক্ষিণ চীন সাগরে তৎপরতা, প্রশিক্ষণ এবং উড্ডয়ন করার অধিকার আন্তর্জাতিক আইনে দেওয়া হয়েছে। গত সাত দশক ধরে এই অঞ্চলে মার্কিন নৌবাহিনী টহল দিচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, নিরাপত্তা এবং অবাধ বাণিজ্য নিশ্চিত করতে এই তৎপরতা চালানো হচ্ছে।  উল্লেখ্য, প্রায় গোটা দক্ষিণ চীন সাগরের ওপর কর্তৃত্ব দাবি করছে বেইজিং। এই নিয়ে স্থানীয় দেশগুলোর সঙ্গে চীনের টানাপড়েন চলছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT