শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
দাঁত নিয়ে মন্তব্য করায় বেশ ক্ষেপেছেন ক্রাউন বিজয়ী জেসিয়া ইসলাম
প্রকাশ: ১২:১৫ pm ০৭-১০-২০১৭ হালনাগাদ: ১২:৩৭ pm ০৭-১০-২০১৭
 
 
 


এবার লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামকে নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে তার দাঁত নিয়ে মন্তব্য করায় বেশ ক্ষেপেছেন ক্রাউন বিজয়ী জেসিয়া ইসলাম।

জেসিয়া ইসলাম তার ব্যক্তিগত ফেসবুকে সবার উদ্দেশ্যে একটি স্ট্যাটাস  দেন আজ।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘হ্যালো, আপনারা কেমন আছেন। নিশ্চয়ই ভালো আছেন। কিছু পেজ, গ্রুপ আর প্রোফাইল, যারা আমাকে নিয়ে মজা করছেন, তাদের সাবধানতা অবলম্বন করতে বলব। আমার অনুরোধ, সিরিয়াস হোন, সময় নষ্ট করবেন না আর আমাকে নিয়ে মজা করা বন্ধ করুন।’

ফেসবুকে অনেকেই জেসিয়ার ‘দাঁত’ নিয়ে প্রশ্ন তোলেন। কথা বলেছেন তাঁর সৌন্দর্য নিয়েও। জেসিয়া লিখেছেন, ‘আমি হয়তো অনেকের মতো সুন্দর নয়। বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়েরও কিন্তু দাঁতে সমস্যা ছিল। স্বাভাবিক সৌন্দর্যের জন্য তা কিন্তু মোটেই প্রাসঙ্গিক নয়।’

সবার প্রতি জেসিয়ার অনুরোধ, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আপনারা যদি আমাকে ইতিবাচক মনোভাব নিয়ে সমর্থন না দেন, তাহলে আমি কীভাবে সফল হব? আমি সবার ভালোবাসা আর সমর্থন চাই।’

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT