দুই মামলায় আগাম জামিন পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল। তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারা এবং মানহানির মামলায় আগাম জামিনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার (২৮ নভেম্বর) এ আদেশ দেন। মাদারীপুর সদর থানায় আসিফ নজরুলের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন নৌমন্ত্রী শাজাহান খানের ভাগনে সৈয়দ আসাদউজ্জামান মিনার। এছাড়া ২৪ নভেম্বর নৌমন্ত্রীর চাচাতো ভাই মাদারীপুর জেলা পরিষদের সদস্য খান ফারুক মাদারীপুর মুখ্য বিচারক মো. জাকির হোসেনের আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে মানহানি মামলা করেন।