শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
খালেদা জিয়ার মুক্তির দাবিতে হোয়াইট হাউজ ও স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ
প্রকাশ: ০৪:৪০ pm ২৭-০২-২০১৮ হালনাগাদ: ০৪:৪১ pm ২৭-০২-২০১৮
 
 
 


দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা ওয়াশিংটনে হোয়াইট হাউজ ও স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ করেছেন। সেই সঙ্গে স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেস্কে স্মারকলিপি দিয়েছেন তারা।স্থানীয় সময় ২৬ ফেব্রুয়ারি দুপুরে স্টেট ডিপার্টমেন্টে এবং বিকালে হোয়াইট হাউজের সামনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আগত কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে।এ খবর বার্তা সংস্থা এনা’র। নিউইয়র্ক, ওয়াশিংটন, নিউজার্সি, বস্টন, ফিলাডেলফিয়া, ম্যারিল্যান্ড, লসএঞ্জেলেস, ফ্লোরিডা, মিশিগান, শিকাগো,আটলান্টিক সিটিসহ অন্যান্য স্টেট থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে যোগ দেন। নিউইয়র্ক থেকে ২৬ ফেব্রুয়ারি সকালে কয়েকটি বাসযোগে তারা বিক্ষোভ সমাবেশে অংশ নেন। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ, সাবেক সহসভাপতি শরাফত হোসেন বাবু, প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. মজিবুর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, বাকির আজাদ, মিজানুর রহমান ভুইয়া মিল্টন, হাফিজ খান সোহায়েল, নিয়াজ আহমেদ জুয়েল, কাজী শাখাওয়াত হোসেন আজম,  ফারুক হোসেন মজুমদার, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, জাসাসের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, সিনিয়র সহসভাপতি গোলাম ফারুক শাহীন, বিএনপি নেতা কামাল সাঈদ মোহান, আবুল বাসার, ভিপি আলমগীর। টেক্সাস বিএনপির সভাপতি মোহাম্মদ বশির, নিউজার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী, ওয়াশিংটন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, শিকাগো বিএনপির সাধারণ সম্পাদিকা ডেইজি ইসলাম, মোজাম্মেল নান্টু, বিএনপি নেতা মার্শাল মুরাদ,  এন হায়দার মুকুট, একে এম রফিকুল ইসলাম ডালিম, প্রফেসর নুরুল আমিন পলাশ, শেখ হায়দার আলী, ওয়াহেদ আলী মন্ডল, মীর মশিউর রহমান, আব্দুস সবুর, মাওলানা আবুল কালাম আজাদ, পারভেজ সাজ্জাদ, আহবাব চৌধুরী খোকন, নাজমুন নাহার বেবি, আব্বাস উদ্দিন দুলাল, মনির হোসেন, শাহাদাত হোসেন, এস এম ফেরদৌস, ফিরোজ আহমেদ, সেলিম রেজা, নাসির উদ্দিন, ফারুক চৌধুরী, নূরুল আমিন নাসির, আমানত হোসেন আমান, রেজাউল আজাদ ভুইয়া, সাইফুর খান হারুণ, আতিকুল হক আহাদ, মাহমুদ চৌধুরী,  নওশাদ হোসেন, শাহাদত হোসেন রাজু প্রমুখ। স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ স্টেট ডিপার্টমেন্টের দক্ষিক এশিয়া ডেস্কে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে বেগম খালেদা জিয়ার স্থায়ী জামিন এবং তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি  খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এরপর থেকে তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে রয়েছেন। উচ্চ আদালতে তার জামিনের আবেদন করা হলেও এখনো আদেশ আসেনি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT