দুর্নীতির বিরুদ্ধে অধিক জনসচেতনতা বৃদ্ধি করতে ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৈরি করা একটি টিভিসিতে অংশ নিয়ে সাকিব আল হাসান এ কথা বলেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এই টিভিসির বিষয়টি সাংবাদিকদের জানান। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দুদককে সহযোগিতা করতে দুর্নীতির বিরুদ্ধে দুদক হটলাইন-১০৬ এ অভিযোগ করার আহ্বান জানান সাকিব। বিজ্ঞাপনচিত্রটি তৈরি করেছেন চলচ্চিত্র ও নাট্যনির্মাতা নঈম ইমতিয়াজ। চলতি সপ্তাহ থেকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হবে বিজ্ঞাপনচিত্রটি। এর আগে গত ১৬ সেপ্টেম্বর দুদকের শুভেচ্ছা দূত হিসেবে প্রতিষ্ঠানটির সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান।