শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
দোষী সাব্যস্ত হওয়ার আগে রাজাকার বলা যাবে না: ট্রাইব্যুনাল
প্রকাশ: ০৩:৩৪ pm ৩০-০৪-২০১৭ হালনাগাদ: ০৩:৪৮ pm ৩০-০৪-২০১৭
 
 
 


মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার আগ পর্যন্ত রাজাকার বলা যাবে না বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই এ কথা বলেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত নওগাঁর রেজাউল করিম মন্টুসহ তিনজনের সেফহোমে জিজ্ঞাসাবাদের শুনানিকালে ট্রাইব্যুনাল এসব কথা বলেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর আবুল কালাম ও প্রসিকিউটর তাপস কান্তি বল।

পরে প্রসিকিউটর তাপস কান্তি বল রাইজিংবিডিকে বলেন, ‘‘আজ রেজাউল করিম মন্টুসহ তিনজনের সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দানের আবেদনপত্রে তাদের নামের আগে ‘রাজাকার’ শব্দটি ছিল। তা দেখে ট্রাইব্যুনাল বলেছেন, কারো বিরুদ্ধে অভিযোগ গঠনের পূর্বে তদন্ত প্রতিবেদনে রাজাকার শব্দটি লেখা যাবে না।’’

তিনি বলেন, ‘আদালত বলেছেন বিচারে কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার পূর্বে কাউকে রাজাকার বলে সম্মোধন করা উচিত নয়।’

পরে ট্রাইব্যুনাল রেজাউল করিম মন্টুসহ ওই তিন ব্যক্তিকে ৮ ও ৯ মে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT