শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
নতুন জোট হবে এটাই রাজনীতির নিয়ম - ওবায়দুল কাদের
প্রকাশ: ১১:৩৩ am ০৪-০৮-২০১৭ হালনাগাদ: ১১:৩৮ am ০৪-০৮-২০১৭
 
 
 


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে মেরুকরণ শুরু হয়েছে, নতুন জোট হবে এটাই রাজনীতির নিয়ম। রাজনীতিতে শতফুল ফুটছে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল সকালে রাজধানীর সোবহানবাগে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। গত বুধবার রাতে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে কয়েকজন রাজনীতিকের বৈঠকের বিষয়ে সাংবাদিকরা ওবায়দুল কাদেরের কাছে জানতে চান। জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে নতুন নতুন জোট তৈরি হবে, এটাই স্বাভাবিক। এটাই রাজনীতির সৌন্দর্য। নির্বাচনের আগে গ্রুপিং হবে, নতুন নতুন জোট তৈরি হবে। এসব জোট কৌশলগত, আদর্শগত নয়। তারা তো ওখানে বসে ষড়যন্ত্র করছেন না। তবু শেষ পর্যন্ত না দেখে এসব জোট সম্পর্কে কিছু বলা যাবে না। এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠকে কেন বাধা দেওয়া হল-সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এর আগের বিষয়টি দলের কেন্দ্রীয়ভাবে বা সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়নি। কোনো অতি উত্সাহী সেটা করে থাকতে পারে। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, তারা শিগগিরই মহাজোট ছাড়বেন-এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন মহাজোট নেই। এখন এটা ঐকমত্যের সরকার। তাদের মন্ত্রী, প্রতিমন্ত্রী সরকারে আছে। যেতে চাইলে যাবেন। আর আওয়ামী লীগ এখন এমন কোনো সঙ্কটে নেই। তবে আমার মনে হয় না, তারা চলে যাবেন। তাদের কথায় এমন কোনো ইঙ্গিত নেই। এরশাদ প্রসঙ্গে বলেন, এরশাদ সাহেব তো প্রধানমন্ত্রীর দূত হিসেবে কাজ করছেন। মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শোকের মাস চলছে। এ মাসে এটা হচ্ছে না।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT