রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
ঝিনাইদহ শহর সেজেছে বর্ণিল সাজে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
প্রকাশ: ১০:৪৫ am ০১-০৩-২০১৮ হালনাগাদ: ১০:৪৬ am ০১-০৩-২০১৮
 
 
 


২৪ বছর পর আজ ঝিনাইদহ পৌর আ’লীগের সম্মলন, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের কান্ডারী?

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ 
চারিদিকে উৎসবের আমেজ। সকাল বিকাল খন্ড খন্ড মিছিল। পাড়া মহল্লায় নেতাকর্মীদের আনাগোনা। আর এতো কিছু হচ্ছে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের ত্রীবার্ষিক সম্মেলনকে ঘিরে। ২৪ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে শহর ও শহরের সড়ক দ্বীপগুলো ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড দিয়ে সাজানো হয়েছে। তাতে শোভা পাচ্ছে দলীয় নেতাকর্মীদের ছবি। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। কাউন্সিলের মাধ্যমে দলের তরুণ নেতাকর্মীরা নতুন নেতৃত্বের প্রত্যাশা করছেন। তবে নবীণ ও প্রবীণের সমন্বয়ে নতুন কমিটি গঠিত হবে এমন আশা দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের। ক’দিন ধরেই একটিই প্রশ্ন কে হচ্ছেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের কান্ডারী ? তথ্য নিয়ে জানা গেছে, সর্বশেষ পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৪ সালে। সে সময় ডা: আজিজুর রহমানকে সভাপতি ও এম এ সামাদকে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বর্তমান কমিটির মধ্যে মারা গেছেন প্রায় ১০ জন। রাজনীতিতে অনুপস্থিত রয়েছেন আরও অনেকে। ৯৪ সাল থেকে এ পর্যন্ত জেলা আওয়ামী লীগের নেতৃত্ব কয়েকদফা পাল্টালেও পৌর আওয়ামী লীগের কমিটি গঠন হয়নি। ৯৪ সালে পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করার সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন প্রয়াত এ্যাড. আইয়ুব হোসেন এবং সাধারণ সম্পাদক ছিলেন প্রয়াত মতিয়ার রহমান। ১৯৯৮ সালে আইয়ুব হোসেন সভাপতি ও আব্দুল হাই সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন। ২০০২ সালে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে মো: আব্দুল হাই এমপিকে আহ্বায়ক ও শফিকুল ইসলাম অপুকে যুগ্ম আহ্বায়ক করা হয়। ২০০৫ সালে সম্মেলনের মাধ্যমে মো: আব্দুল হাই এমপিকে সভাপতি ও এ্যাড. আজিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ২০১৬ সালে মো: আব্দুল হাই এমপিকে সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়। ১৯৯৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগের সম্মেলন করতে পারেনি। এবারই জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আলহাজ সাইদুল করিম মিন্টু এ উদ্যোগটি গ্রহণ করেছেন। তিনি এ সম্মেলন উপলক্ষে পৌর আওয়ামী লীগের ৯ টি ওয়ার্ডে সম্মেলন উৎসবমুখর পরিবেশে সৃষ্টি করেছেন। পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদ পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান সাধারণ সম্পাদক এম এ সামাদ, সাবেক যুবলীগ সভাপতি মাহমুদুল ইসলাম ফোটন, ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস ও জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের। ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত আজকের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যানির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, কার্যানির্বাহী সংসদের সদস্য পারভীন জামান কল্পনা। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সম্মেলনের উদ্বোধন করবেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। সভাপতিত্ব করবেন পৌর আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি ডা: আজিজুর রহমান। পৌর আওয়ামী লীগের সম্মেলন নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাইদুল করিম মিন্টু বলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রীর নির্দেশে তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার জন্য এই সম্মেলন করা হচ্ছে। আমি আশা করি এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বে যারা আসবেন তারা ঐক্যবদ্ধ ভাবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।


 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT