নাইজেরিয়ায় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। আদামাওয়া রাজ্যের মুবি শহরের এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ফজরের নামাজে আসা মুসল্লিদের ওই জমায়েতে এই হামলা চালানো হয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলিস্টারের।
শহরে পুলিশের একজন মুখপাত্র ওসমান আবুবকর জানিয়েছে, এক যুবক মুসলিমদের ওই জমায়েতে ঢুকে বোমার বিস্ফোরণ ঘটায়। এতেই এই হতাহতের ঘটনা ঘটেছে।
নিরাপত্তা বাহিনী এই হামলার জন্য বোকো হারাম দায়ী বলে ধারণা করছে। কেননা এই ধরনের হামলা সাধারণত এই সন্ত্রাসী গোষ্ঠীটি চালিয়ে থাকে।
তবে এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
বোর্নো রাজ্য যেখান থেকে বোকো হারামের উৎপত্তি সেখানেই এই গ্রুপটি বেশি হামলা চালিয়ে থাকে। যেসব এলাকায় বেশি জনসমাগম ঘটে সাধারণত এমন এলাকা হামলার বেছে নেয় বোকো হারাম।
এর আগে গেলো গেলো সেপ্টেম্বরে বোর্নো রাজ্যে এক হামলায় ১৮ জন নিহত হয়েছিল।
বোকো হারামের হামলায় দেশটিতে এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ মারা গেছে। আরো প্রায় ২০ লাখ লোক ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
বোকো হারাম বোর্নো রাজ্যে বেলজিয়ামের সমপরিমাণ জায়গা নিয়ন্ত্রণ করছে।