মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় কমপক্ষে ২০ জন নিহত
প্রকাশ: ০২:৪৮ pm ১৭-১০-২০১৭ হালনাগাদ: ০২:৫১ pm ১৭-১০-২০১৭
 
 
 


নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাতেয়াউ রাজ্যে নতুন করে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার মধ্যাঞ্চলে গোচারণের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন পক্ষের মধ্যে লড়াই চলছে। এ নিয়ে সর্বশেষ ব্যাপক সহিংসতায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে বলে ফুলানি রাখালরা ধারণা করছে। এ ব্যাপারে সোমবার রাতে সরকারি এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি প্লাতেয়াউ রাজ্যে সম্প্রতি ২০ জন নিহত হওয়ার খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, এ সহিংসতা নিয়ন্ত্রণে আনা হয়েছে। বুহারি তাৎক্ষণিকভাবে এ সহিংসতা বন্ধে সামরিক ও পুলিশ বাহিনীকে নির্দেশ দেন। এছাড়া, ভবিষ্যতে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে যাতে এ ধরণের কোনো হামলার ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করতে তিনি পরিকল্পনা নেয়ারও নির্দেশ দিয়েছেন। সূত্র: এএফপি

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT