জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকালীন সরকার ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনা বাহিনী মোতায়েন চায় বিকল্পধারা বাংলাদেশ। সীমানা পুনঃনির্ধারণ করার বিপক্ষে মতামত দিয়েছে তারা। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিকল্পধারা মোট ১৩টি লিখিত প্রস্তাব দিয়েছে।