শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
বিসিবির নির্বাচন কাল
প্রকাশ: ০৪:০৬ pm ৩০-১০-২০১৭ হালনাগাদ: ০৪:০৯ pm ৩০-১০-২০১৭
 
 
 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় শুরু হবে।  নতুন গঠনতন্ত্র অনুয়ায়ী বিসিবিতে পরিচালকের সংখ্যা ২৫ জন । ২৩ পরিচালকরই ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হবেন। ভোরের লড়াই হবে মাত্র তিনটি পদের জন্য। যেখানে ঢাকা বিভাগের ২টি এবং বরিশাল বিভাগের পদের সংখ্যা ১টি । এই তিন পদের পদের বিপরীতে প্রার্থীসংখ্যা ৬ জন। ঢাকার মোট ভোটার সংখ্যা ১৮ এবং বরিশালের ৮ টি। ঢাকা বিভাগে দুই পরিচালকের নির্বাচনের লড়াইয়ে থাকছেন নাইমুর রহমান দুর্জয়, নারায়নগেঞ্জের তানভির আহমেদ টিটু, নরসিংদীর শাহীনুল ইসলাম ভুঁইয়া ও কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম। এর মধ্যে নাজমুল হাসান পাপনের প্যানেলে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সভাপতি ও বিগত পরিচালনা পর্ষদের পরিচালক নাইমুর রহমান দুর্জয় এবং তানভীর আহমেদ টিটু। বরিশাল বিভাগে এক পরিচালকের বিপরীতে দুই প্রার্থী হলেন সদ্য বিদায়ী সভাপতি ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার এমএ আউয়াল চৌধুরী ভুলু ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর খান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT