বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
নেপালে বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান  বিধ্বস্ত
প্রকাশ: ০৩:৫৮ pm ১২-০৩-২০১৮ হালনাগাদ: ০৪:০৭ pm ১২-০৩-২০১৮
 
 
 


নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান  বিধ্বস্ত হয়েছে।

আজ সোমবার কাঠমান্ডুতে অবতরণের সময়  বিধ্বস্ত হয় বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বিমানটি।

নেপালের গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশটির পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুরেশ আচার্য জানান,  বিধ্বস্ত বিমানটি থেকে আহত ১৭ যাত্রীকে উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ত্রিভুবন বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুরের বরাত দিয়ে কাঠমান্ডু টাইমস জানিয়েছে, বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় বিমানটির এক পাশে কাত হয়ে আগুন ধরে যায়। এতে পাশের একটি ফুটবল মাঠে গিয়ে  বিধ্বস্ত হয় বিমানটি।

আজ দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি ঢাকা ছেড়ে যায়।

ত্রিভুবন বিমানবন্দর এবং নেপালের সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT