মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার মুখে সোমবার পদত্যাগ করলেন গোয়েন্দা সংস্থা এফবিআই এর উপ-পরিচালক অ্যান্ড্রু ম্যাকেব। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিবিসির খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফবিআইয়ের এই কর্মকর্তা অ্যান্ড্রু ম্যাককেবেকে ‘রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মার্চে এফবিআইয়ের উপ-পরিচালক হিসেবে ম্যাককেবের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তবে ম্যাকেবের পদত্যাগের সিদ্ধান্তের ব্যাপারে হাত থাকার কথা অস্বীকার করেছে হোয়াইট হাউজ।